4117

09/17/2024 যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা : পুলিশসহ নিহত ১০

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা : পুলিশসহ নিহত ১০

রাজটাইমস ডেক্স

২৩ মার্চ ২০২১ ১৯:০২

যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক সুপারমার্কেটে বন্দুকধারীর হামলায় এক পুলিশ অফিসারসহ ১০ জন নিহত হয়েছে। কলোরাডোর বোল্ডার
শহরে সোমবারের এই হামলা এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় গণ-বন্দুক হামলা।

স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ৪৯ মিনিটে বোল্ডারের টেবল মেসা এলাকায় কিং সুপার্স গ্রোসারি মার্কেটে এই হামলা শুরু হয়। গুলি শুরু হলে কিছু লোক ছোটাছুটি শুরু করলেও অনেকেই সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বোল্ডার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল ডটারটি সোমবার দিবাগত রাতে এক সংবাদ সম্মেলনে জানান, লোকজন কেনাকাটা করার সময় এই
হামলা চালানো হয়।

হামলার ঘটনাকে তিনি 'বিপর্যয় ও দুঃস্বপ্ন' হিসেবে বর্ণনা করেন।

নিহত পুলিশ অফিসার এরিক টালে বোল্ডার শহরের পুলিশ বিভাগে ১১ বছর দায়িত্ব পালন করছেন। শহরের হামলা শুরু হলে ৫১ বছর বয়সী এই অফিসার প্রথম ঘটনাস্থলে উপস্থিত হন জানান বোল্ডার পুলিশ প্রধান ম্যারিস হ্যারল্ড।

সংবাদ সম্মেলনে তিনি হামলায় নিহতদের সংখ্যা নিশ্চিত করে বলেন, 'হামলায় ভুক্তভোগীদের জন্য আমার সমবেদনা রয়েছে। হামলা
প্রতিহত করতে যাওয়া পুলিশ কর্মকর্তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং অফিসার টালেকে হারানোর কারণে আমি ব্যথিত।'

এদিকে হামলায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে জানান বোল্ডারের পুলিশ কমান্ডার কেরি ইয়ামাগুচি।

তিনি বলেন, 'ঘটনার সময় ওই ব্যক্তি আহত হয়েছেন এবং তাকে এর জন্য চিকিৎসা দেয়া হয়েছে।'

হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত করছে।

হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে বলে সোমবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি টুইট করেন। তিনি বলেন, ঘটনার অগ্রগতি সম্পর্কে প্রেসিডেন্টকে তথ্য সরবরাহ করা হবে।

এর আগে ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় পৃথক তিনটি স্পা সেন্টারে এক বন্দুকধারী হামলা করলে এশিয়ান বংশদ্ভুত ছয় নারীসহ আটজন নিহত হন।

সূত্র : ইউএস টুডে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]