412

03/15/2025 পুঠিয়াতে নির্মম ভাবে যুবককে হত্যা

পুঠিয়াতে নির্মম ভাবে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক,পুঠিয়া

৯ আগস্ট ২০২০ ০২:৪০

পুঠিয়া উপজেলার শিবপুর পনেরো মাইল বিহারী পাড়া সংলগ্ন বিলের কলাবাগান থেকে গলা ও হাত-পা কাটা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক উপজেলার বানেশ্বর থান্দারপাড়া গ্রামের ভাংরি ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ সানি হোসেন(২৮)। 
শনিবার সকালে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে  চারঘাট মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরিবার জানায়, সানি গত শুক্রবার দুপুরে বাসা থেকে খাওয়া-দাওয়া শেষ করে বের হন। পরে আর  সানি বাড়ীতে ফিরেননি। সানির চাচা বলেন সানি নাটোর এন এস কলেজের শেষ বর্ষের ছাত্র। শুক্রবার দুপুরে খালি হাতেই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। রাত্রে আর ফেরত আসেনি। চারঘাট উপজেলার শলুয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মাসুম জানান সকালে এলাকাবাসী জানায় বিহারী পাড়া একটি লাশ পড়ে আছে মরদেহটি বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কাটা। চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সুমিত কুমার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে  কোন একটি সংঘবদ্ধ দল নির্মমভাবে সানি কে হত্যা করেছে। 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]