04/11/2025 আম বাগান থেকে নারীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বাঘা
২৩ মার্চ ২০২১ ২০:০২
রাজশাহীর বাঘা উপজেলার আরিফপুর গ্রামের বিলের আম বাগান থেকে মঙ্গলবার সকালে শামিমা আক্তার সিমা (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শামিমা আক্তার বাঘা উপজেলা সদরে ভাড়া বাড়িতে বসবাস করতেন। তিনি বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর দেওয়ান পাড়া গ্রামের আতব আলী সরকারের মেয়ে।
বাঘা থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে বিলের মধ্যে আরেন আলীর আম বাগানে লাশ ফেলে রাখা হয়। তার গলায় আঘাতের চিহৃ রয়েছে।