04/19/2025 নগরীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২১ ০৫:১৫
রাজশাহী নগরীর গণকপাড়া তুলাপট্টির ‘শামীম বেড হাউস’ নামের একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তুলাপট্টির ‘শামীম বেড হাউস’ দোকানটিতে লেপ, তোষক, গদি ও বালিশ তৈরির কাজ করা হতো। এদিকে অগ্নিকাণ্ডের খবর শুনেই গুদাম মালিক মো. শামীম অসুস্থ হয়ে পড়েন।