03/15/2025 রাজশাহীতে মোদি বিরোধী কর্মসূচিতে পুলিশের সাথে ধস্তাধস্তি
রাজ টাইমস
২৫ মার্চ ২০২১ ০৫:২২
ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে মিছিল করায় রাজশাহী নগরীতে আটজনকে আটক করা হয়।
বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হলেও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের সবাইকে ছেড়ে দেয় পুলিশ।
আটককৃতদের মধ্যে ছিলেন বাম গণতান্ত্রিক জোটের রাজশাহী জেলার সমন্বয়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, বাসদের রাজশাহী জেলা সমন্বয়কারী আলফাজ হোসেন, মহানগর ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জিন্নাত আরা, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুর রহমান নবীন, মহানগরের সদস্য সাগর, ছাত্রফ্রন্টের রিদম শাহরিয়ার। বাকি দুজনের নাম জানা যায়নি। পুলিশ আটজনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।