04/04/2025 দেশে ফেইসবুকে বিভ্রাট!
রাজটাইমস ডেস্ক
২৭ মার্চ ২০২১ ০৩:২৮
দেশে ফেইসবুক ব্যবহারে সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা।
শুক্রবার বিকেল হতে এই সমস্যা দেখা দেয়। রাত পৌনে ৯টা নাগাদও অনেক ব্যবহারকারী এই বিপত্তির কথা জানিয়েছেন।
এতে ফেইসবুক সাইট খোলা, লগ-ইন করা, স্ট্যাটাস-পোস্ট দেয়া, মেসেঞ্জার ব্যবহারে কোনো কিছু পাঠানো ইত্যাদি সমস্যার দেখা যাচ্ছে।
তবে গ্লোবাল আউটেজ ডিটেক্টর সাইট ডাউন ডিটেক্টরে বিশ্বের কোথাও ফেইসবুক ব্যবহারে বিভ্রাট বা বিপত্তির তথ্য নেই।