4180

09/04/2025 সুবর্ণজয়ন্তীতে অর্ণবের বিশেষ গানচিত্র

সুবর্ণজয়ন্তীতে অর্ণবের বিশেষ গানচিত্র

রাজটাইমস ডেস্ক

২৭ মার্চ ২০২১ ০৩:৫৮

দেশজুড়ে চলছে ব্যতিক্রমধর্মী নানা আয়োজনের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন। তার সঙ্গে নতুন সুর ও দৃশ্য যুক্ত করলেন সংগীতশিল্পী অর্ণব। তৈরি করেছেন ‘হ্যাপি ফিফটি বাংলাদেশ’।

তার এই আয়োজনে সহযোগিতা করেছে শীর্ষস্থানীয় কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশ।


বিশেষ এই গানটি লিখেছেন মেহেদি আনসারী এবং কণ্ঠের পাশাপাশি সুর-সংগীতের কাজটিও করেছেন অর্ণব নিজেই। গানটির রেশ ধরে তৈরি হয়েছে বিশেষ ভিডিও।

২৪ মার্চ এটি অন্তর্জালের নানা মাধ্যমে উন্মুক্ত করেছে কোকা-কোলা বাংলাদেশ।

বিশেষ এই গানচিত্র প্রসঙ্গে অর্ণব বলেন, ‘আমি নিজেও কোকা-কোলার ফ্যান! ফলে এই ব্র্যান্ডের সঙ্গে দেশের জন্য গানটি করতে পেরে ভালো লাগছে।’

অর্ণবের প্রথম অ্যালবাম ‘চাইনা ভাবিস’ প্রকাশ পায় ২০০৫ সালে। সেই অ্যালবামের প্রায় সব গানই জনপ্রিয়তা পায়। এছাড়া ‘মনপুরা’, ‘আহা’ ও ‘আয়নাবাজি’ সিনেমায় অর্ণবের তৈরি ও গাওয়া গানগুলোও শ্রোতাপ্রিয় হয়েছে।

তবে গেলো ক’বছর নতুন গান প্রকাশ থেকে খানিক দূরে ছিলেন অর্ণব। সেই বিবেচনায় অনেক দিন পর অর্ণব ভক্তরা পেলো প্রিয় শিল্পীর নতুন কোনও গান।

 

 

 

সূত্র: বাংলা ট্রিবিউন

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]