03/15/2025 ভোট দিচ্ছে তৃণমূলে চলে যাচ্ছে বিজেপিতে
আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২১ ২০:৩৮
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনকে ঘিরে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। শনিবার (২৭ মার্চ) সকাল ৭টা থেকে শুরু হয়েছে বিধানসভার নির্বাচন। ভোটগ্রহণের শুরু থেকেই চলছে ব্যপক উত্তেজনা।
ভোটগ্রহণ যন্ত্রে কারচুপির অভিযোগে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভার ১৭২ নম্বর ভোট কেন্দ্র। কাঁথি শহরের কাছেই মাজানা মক্তব প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘক্ষণ ভোটগ্রহণ বন্ধও থাকে।
কেন্দ্রটির ভোটাররা অভিযোগ করেন, তারা তৃণমূলে ভোট দিলেও ভোট পড়েছে বিজেপিতে। এই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হতেই গোলমাল শুরু হয়। সাড়ে ৩ ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল ভোটগ্রহণ।-খবর আনন্দবাজারপত্রিকার
ঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। যদিও কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দাবি, এই অভিযোগ ভিত্তিহীন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভোট পর্যবেক্ষক। এর পরে বিক্ষোভ সামলে ভোট শুরু হয় সকাল সাড়ে ১০টার দিকে।
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তাদের নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।
অভিযোগকারীরা ইভিএম পরিবর্তনের দাবি জানান। অনেকে ভোট বাতিলের দাবিও তোলেন। শেষ পর্যন্ত ভিভিপ্যাড পরিবর্তন করে আবার শুরু হয় ভোটগ্রহণ।
নির্বাচনী উত্তাপ ছড়ায় পশ্চিম মেদিনীপুরেও। ঘণ্টাখানেকের মধ্যেই উত্তেজনা ছড়ায় শালবনির ছোটতারা গ্রামে। সেখানে ভোটকেন্দ্রের সামনেই লাঞ্ছিত হন শালবনির সংযুক্ত মোর্চা প্রার্থী সিপিএমের সুশান্ত ঘোষ।
এই সময় বিক্ষুব্ধরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি গাড়ি ভাঙচুর। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। নির্বাচনে তাণ্ডবের ঘটনায় আটক করা হয়েছে ৭ জনকে।