4199

09/17/2024 ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র

রাজটাইমস ডেস্ক

২৮ মার্চ ২০২১ ০২:২১

ইরাকের কুর্দিস্তানের ইরবিল ঘাঁটি থেকে একদল মার্কিন সৈন্যকে দেশে ফিরিয়ে নেয়া হয়েছে। শনিবার ইরাকি সূত্রের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।


ওই প্রতিবেদনে জানানো হয়, এসব সৈন্যকে ইরাক থেকে প্রত্যাহার করে সরাসরি যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ব্লিস ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কত সৈন্যকে ফিরিয়ে নেয়া হয়েছে তা জানা যায়নি।


এর আগে খবর এসেছে, ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন কর্মকর্তারা আগামী মাসে বাগদাদের সঙ্গে আলোচনায় বসবে।

সম্প্রতি ইরাকে মার্কিন সেনা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হামলা বেড়েছে।

গত কয়েক মাসে মার্কিন সামরিক বহর লক্ষ্য করে কয়েক দফা হামলা হয়েছে। ইরবিল ঘাঁটিতেও হামলার ঘটনা ঘটেছে।

ইরাকের সংসদে এর আগে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করা হয়।

 

 

সূত্র : পার্সটুডে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]