420

03/14/2025 ২৪ ঘন্টায় মৃত্যু ৩৪

২৪ ঘন্টায় মৃত্যু ৩৪

রাজটাইমস ডেস্ক

৯ আগস্ট ২০২০ ২০:৫৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বিছানায় ঢলে পড়ল আরো ৩৪ জন। এ নিয়ে দেশে মোট ৩ হাজার ৩৯৯ জন কোভিড রোগী মারা গেলেন।

একইদিনে ভাইরাসটি সংক্রমন ঘটিয়েছে আরও ২ হাজার ৪৮৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন।

অন্যদিকে,গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩৭০ জন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

বুলেটিনে দেশের সবাইকে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি সমূহ মেনে চলার ও আহবান জানানো হয়।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]