421

05/20/2024 রামেকে পুনরায় শুরু করোনা পরীক্ষা

রামেকে পুনরায় শুরু করোনা পরীক্ষা

রাজটাইমস ডেস্ক

৯ আগস্ট ২০২০ ২১:৫১

যান্ত্রিক গোলযোগে দীর্ঘ এক সপ্তাহ বন্ধ থাকার পর পুনরায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) পিসিআর ল্যাবে শুরু হয়েছে করোনা পরীক্ষা।

ল্যাবটিতে শনিবার (৮ আগস্ট) ৯৪ জনের নমুনা পরীক্ষায় ১৮টি করোনা পজিটিভ পাওয়া গেছে।

রবিবার (৯ আগস্ট) রাত ২টার দিকে এ ফলাফল প্রকাশ করা হয়।

শনাক্ত হওয়াদের মধ্যে ১০ জন হাসপাতালটির রোগী ও চিকিৎসক বলে জানিয়েছেন উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস। এছাড়া তিনজন পুলিশ সদস্য, দুইজন র‌্যাব সদস্য, নগরীর দুই এলাকার দুইজন এবং জেলার দুর্গাপুর উপজেলার দুইজন।

প্রসঙ্গত, ল্যাবটিতে গত এক সপ্তাহ ধরে নমুনা পরীক্ষা বন্ধ ছিল। গত ৩১ জুলাই পিসিআর মেশিনের ত্রুটির কারণে ৯৪টি নমুনার সবগুলোর রিপোর্টই আসে করোনা পজিটিভ। পিসিআর মেশিনে ত্রুটির কারণে এমনটি হয়েছে ধরে নিয়ে সে ফলাফল আর ঘোষণা করা হয়নি। এরপর থেকে মেশিনের ত্রুটি সারানোর কাজ চলছিল।

এসএইচ

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]