4212

04/20/2025 অর্ধকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

অর্ধকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজটাইমস ডেক্স

২৮ মার্চ ২০২১ ১৯:২০

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অর্ধকোটিরও বেশি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার রাত পৌনে ১০টায় বিজিবি রাজশাহীর-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকাল সাড়ে ৪টায় বিজিবির রাজশাহীর-১ ব্যাটালিয়নের অধীনস্থ গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি চেকপোস্টের একটি দল পার্শ্ববর্তী বিজয়নগর এলাকায় অভিযান চালায়।

এ অভিযানে ৫৬ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মূর্তিটির আনুমানিক মূল্য ৫৬ লাখ ৪০ হাজার টাকা। বিজিবি দলের উপস্থিতি টের পেয়ে মূর্তিটি ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক কিংবা শনাক্ত করা যায়নি।

প্রচলিত নিয়মানুযায়ী মূর্তিটি ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করা হয়েছে। পরবর্তী সময় মূর্তিটি স্থানীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘর অথবা বিজিবির জাদুঘরে সংরক্ষণের জন্য পাঠানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]