422

03/14/2025 কলেজ ছাত্র হত্যার রহস্য উন্মোচন

কলেজ ছাত্র হত্যার রহস্য উন্মোচন

রাজটাইমস ডেস্ক

৯ আগস্ট ২০২০ ২৩:৩০

রাজশাহীতে কলেজ ছাত্র সানি হত্যায় গ্রেফতারকৃত দুই আসামি থেকে প্রাথমিক স্বীকারোক্তি নিয়েছে পুলিশ।

নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে মোটরসাইকেল হাতিয়ে নিতেই এ হত্যাকান্ড করা হয়েছে বলে জানান তারা।

তাদের দেয়া তথ্য মতে নিহত সানির মোটরসাইকেলও উদ্ধার করে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ  জানান,  চেতনানাশক খাওয়ানোর পর সানিকে গলাকেটে হত্যা করে গ্রেফতারকৃত সাগর ও শাকিব।

শনিবার (৮ আগস্ট) চারঘাট পুলিশের বিশেষ অভিযানে মৌগাছী থেকে এজাহার নামীয় আসামী শাকিব (২৪) ও সাগরকে (২৩) গ্রেফতার করা হয়। শাকিব পুঠিয়ার বানেশ্বর থান্দারপাড়া এলাকার ইদল আলীর ছেলে ও সাগর একই এলাকার মৃত খায়েরের ছেলে।

উল্লেখ্য, শনিবার দুপুরে চারঘাট মডেল থানাধীন মাড়িয়া মসজিদ পাড়ার কলাবাগান থেকে সানির মরদেহ উদ্ধার করা হয়। সে নাটোর এমএম কলেজের ছাত্র ছিল।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]