4221

09/28/2024 মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাঘায় র‌্যালী 

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাঘায় র‌্যালী 

 লালন উদ্দীন, বাঘা 

২৮ মার্চ ২০২১ ২৩:৫৪

মহান স্বাধীনতার ৫০ বছর পূতি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ৮ টায় বাঘা পৌরসভার সাবেক মেয়র ও বাঘা উপজেলা শাখা আওয়ামীলীগের সহ-সভাপতি, রাজশাহী জেলা শাখার আওয়ামীলীগের সদস্য জননেতা আক্কাছ আলীর কলিগ্রাম নিজ বাড়ি হতে হাজার হাজার নারী-পুরুষ বিশাল এই র‌্যালীটি অংশগ্রহন করেন।

র‌্যালিটি বাঘার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে শাহ্দৌলা সরকারী কলেজ মাঠে আলোচনা সভায় মিলিত হয়। বঙ্গবন্ধু প্রজন্ম লীগ বাঘা উপজেলা শাখার সভাপতি জাহঙ্গীর আলম সেম্পুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রবির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামীলীগ সদস্য, বাঘা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি, বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘা উপজেলা শাখা আওয়ামীলীগ সদস্য প্রভাষক আমিরুল ইসলাম, বাঘা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, বাঘা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার,বাঘা উপজেলা যুবলীগ সহ-সভাপতি সাইফুল ইসলাম, বাঘা উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সুরুজ্জামান সুরুজ, মাইনুল ইসলাম মুক্তা, সাবেক সাধারন সম্পাদক সালাউদ্দীন প্রমুখ।

শহীদ মিনারে সরেজমিনে দেখা যায়, কেউবা ফুলের তোড়া, কেউবা একটি ফুল, আবার কারো হাতে একটি পতাকা শোভা পাচ্ছে ২৬ মার্চ মহান স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী এতে শিশু-কিশোরসহ নানা বয়সীরা অংশ নিয়েছেন। লাল-সাদা-হলুদ-বেগুনি কত বাহারি রঙের থোকা থোকা ফুলের ছেয়ে যায় শহীদ মিনার। জননেতা আক্কাছ আলীর বাড়ি থেকে সকাল ৮ টায় থেকে বেলা ১১ টা পর্যন্ত এ দিবস টি পালন করা হয়।



 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]