4222

03/14/2025 বাঘায় গমের বাম্পার ফলনে খুশি কৃষকেরা

বাঘায় গমের বাম্পার ফলনে খুশি কৃষকেরা

বাঘা প্রতিনিধি

২৯ মার্চ ২০২১ ০২:০২

এবার আবহাওয়া অনুকূলে থাকায় রাজশাহীর বাঘায় গমের বাম্পার ফলন হয়েছে। এজন্য গম কাটা, মাড়াইয়ের হিড়িক পড়েছে।  কৃষক- কৃষানীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। রবি শস্য হিসেবে ঋতু রাজ বসন্তের বাংলা বঙ্গাব্দের শেষ মাসের চৈত্রেই গম উঠে থাকে। ভাত-রুটি বাংলাদেশের প্রধান খাদ্য হলেও গম অন্যতম। বিদেশের মতো বর্তমানে ভাতের পাশাপাশি রুটির গুরুত্ব বাংলাদেশে অনেক।

মাঠে ঘুরে দেখা গেছে, ঋতুরাজ বসন্তের কোকিল কন্ঠে কৃষকেরা মনের আনন্দে গান গেয়ে গম কাটছেন।

খুঁদিছয়ঘটি গ্রামের শাহজাহান আলী, জামু ও হাবিবুর বলেন, গতবারের চেয়ে এবার গমের সন্তেুাষজনক ফলন হয়েছে। কীটনাশক ছাড়াই গমের ফলনে আমরা খুশি ও আনন্দিত। কৃষক শাহজাহান আলী বলেন, স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে সবুজ মাঠের বাড়িতে আনন্দে ও শুখে দিন কাটাচ্ছি।

চন্ডিপুর আমোরপুর, মুর্শিদপুর চর, বাউসা, আড়ানী কেশবপুর, বাঘা, ধন্দহ, তেঁথুলিয়া আরও অন্যান্য জায়গার কৃষক রেজাউল, শরিফুল, জনি, লতিব শেখ, মকবুল হাবিবুর, আমিরুল, তৈয়বুর, রাজ্জাক, রমজান বলেন এই বার প্রকৃতির বৃষ্টি ছাড়াই সেচ দিয়ে আমাদের গমে দারুণ ফলনে আমরা খুবই খুশি। 


 

 

এসকে

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]