4243

04/09/2025 বিভাগে করোনায় প্রাণ গেল ৫ জনের

বিভাগে করোনায় প্রাণ গেল ৫ জনের

রাজটাইমস ডেস্ক

২৯ মার্চ ২০২১ ২৩:৩৯

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে রাজশাহী বিভাগে একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগের বগুড়ায় তাদের মৃত্যু হয়।

সোমবার (২৯ মার্চ) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত মারা যাওয়া ৪০৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে সর্বোচ্চ ২৬০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

পাশাপাশি, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১৩ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগে নতুন ১০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৫৯৯ জন। এদের মধ্যে ২৪ হাজার ৭৩২ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৭৪ জন কোভিড-১৯ রোগী।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]