03/14/2025 ৪২তম বিসিএসের ফল প্রকাশ
রাজটাইমস ডেস্ক
৩০ মার্চ ২০২১ ০১:৫০
সরকারি চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করেছে পিএসসি।
সোমবার সরকারি কর্ম কমিশনের বিশেষ সভা শেষ হলে এই ফল প্রকাশ করা হয়। ফলাফল পিএসসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার। এর মধ্য থেকে ২ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে।
করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেন ৩১ হাজার চিকিৎসক।