4254

03/15/2025 সূত্রাপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সূত্রাপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

রাজটাইমস ডেক্স

৩০ মার্চ ২০২১ ১৭:৩৩

রাজধানীর ‍পুরান ঢাকার সূত্রাপুরে ঝগড়ার জের ধরে সংঘর্ষ হয় কিশোর গ্যাংয়ের দু’পক্ষের। এ ঘটনায় নিহত হয়েছেন অনন্ত (১৪) নামের এক কিশোর। সোমবার রাত সাড়ে ১১টার দিকে সূত্রাপুরের লালকুঠি এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ খান জানান, দুটি কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

বাচ্চু মিয়া জানান, স্থানীয় মিল ব্যারাক এলাকার দুই কিশোরের নেতৃত্বে একটি গ্রুপ রয়েছে। ওই গ্রুপের দুই কিশোরের মধ্যে অপর দুই কিশোরের ঝগড়া ছিল। পরে ঝগড়ার জেরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিল ব্যারাক লালকুঠির ঘাটে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও এলোপাথাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে অনন্ত নামের ওই কিশোরের পেটে ছুরিকাঘাত লাগে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনন্ত ছাড়া আরো দুই কিশোর ছুরিকাঘাতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]