4258

05/07/2024 তাসকিনের দুর্দান্ত ক্যাচ, তিন উইকেট তুলে নিল টাইগাররা

তাসকিনের দুর্দান্ত ক্যাচ, তিন উইকেট তুলে নিল টাইগাররা

রাজটাইমস ডেক্স

৩০ মার্চ ২০২১ ১৯:০৩

দ্বিতীয় টি টোয়েন্টিতে নেপিয়ারে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বোলিং করছে মাহমুদউল্লাহরা। আগে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। দুর্দান্ত ক্যাচে নজর কেড়েছেন প্রায় তিন বছর পর দলে ফেরা তাসকিন আহমেদ।

শুরু থেকে রান বাড়াতে থাকেন কিউই ওপেনার গাপটিল ও মারকুটে ফিন অ্যালেন। শুরুতে অ্যালেনের ক্যাচ ড্র। ধরতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। তাসকিনের বলে ছক্কা হাকাতে গিয়ে ৯৫ মিটার উঁচুতে বল পাঠান অ্যালেন। ঠাওর করতে পারেননি মাহমুদউল্লাহ। ফসকে যায় ক্যাচ।

জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি অ্যালেন। তাকে ফেরান তাসকিনই। ৩.৬ ওভারে স্কয়ার লেগে অ্যালেনের ক্যাচ তালুবন্দী করেন মোহাম্মদ নাঈম। ১০ বলে ১৭ রান করেন তিনি।

এরপর বিদায় নেন দুর্ধর্ষ মার্টিন গাপটিল। সাইফউদ্দিনের বলে শর্ট ফাইন লেগে দারুণ শট খেলেছিলেন গাপটিল। কিন্তু বাজপাখির মতো ঝাপিয়ে এক হাতে ক্যাচ নেন তাসকিন। অবিশ্বাস আর হতাশার দোলাচালে গাপটিল ফেরেন সাজঘরে ১৮ বলে ২১ রানে।

দলীয় ৫৫ রানে তৃতীয় সাফল্য পায় বাংলাদেশ শরিফুলের হাত ধরে। ডেভন কনওয়ের স্কয়ার লেগে ক্যাচ নেন মোহাম্মদ মিঠুন। ৯ বলে ১৫ রানে ফেরেন কনওয়ে। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম উইকেটের দেখা পান শরিফুল।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে একটি পরিবর্তন। বাদ পড়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে দলে এসেছেন তাসকিন আহমেদ। এই ম্যাচে নেই মুশফিকুর রহীম।

প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছিল ৬৬ রানের ব্যবধানে। আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড করেছিল ২১০ রান। জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছিল ১৪৪ রানে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]