426

03/14/2025 রেড ক্রিসেন্ট সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ

রেড ক্রিসেন্ট সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট ২০২০ ০১:২০

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা শাখার আজীবন সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। 

রাজশাহীতে প্রথমবারের মতো ৩৩ জন আজীবন সদস্যদের মাঝে এই সনদপত্র বিতরণ করা হয়। আজীবন সদস্য হিসেবে সনদপত্র গ্রহণ করেন রাজশাহী মহানগর অওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকাত আলী, গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু প্রমুখ। 

রোববার দুপুরে রেড ক্রিসেন্টের জেলা ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তার কার্যালয়ে সনদপত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন, এই প্রথমবারের মতো রাজশাহী জেলায় রেড ক্রিসেন্টের আজীবন সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হলো। আগামীতেও পর্যায়ক্রমে অন্য সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হবে। রেড ক্রিসেন্ট মানবতার জন্য কাজ করে যাচ্ছে। এর সদস্যরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তারা মানুষকে সহযোগিতা করছেন। তাই তাদের জন্য এই সম্মাননার ব্যবস্থা করা হয়েছে।

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]