4272

03/15/2025 ভাসানচরের পথে আরও আড়াই হাজার রোহিঙ্গা

ভাসানচরের পথে আরও আড়াই হাজার রোহিঙ্গা

রাজটাইমস ডেস্ক

৩১ মার্চ ২০২১ ০৩:৫৯

রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ায় ষষ্ঠ দফায় কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে স্বেচ্ছায় আরও রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরের পথে রওনা হয়েছে। 
 
মঙ্গলবার দুপুর ও বিকালে ৪৫ বাসে করে দুই হাজার ৪৯৫ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু নিয়ে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে চট্টগ্রামের বিএন শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্পের পথে রওয়ানা হয়। বুধবার সকালে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে জাহাজে করে তাদের ভাসানচরে নেওয়া হবে।
 
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা জানান, কয়েক ধাপে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজারের মতো রোহিঙ্গা ভাসানচরে গেছে। এই দফায় আড়াই হাজারের মতো রোহিঙ্গা ভাসানচর যেতে রাজি হয়েছে। যারা যেতে ইচ্ছুক তাদের নিবন্ধনের মাধ্যমে ধাপে ধাপে ভাসানচর নেওয়া হবে। এভাবে পর্যায়ক্রমে এক লাখ রোহিঙ্গাকে নেওয়া হবে ভাসানচরে। 
 
উল্লে­খ্য, এই প্রক্রিয়ায় ৪ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ১৫ হাজারের মতো রোহিঙ্গা ভাসানচর গেছে।
 
 
 
 
 
 
সূত্র: যুগান্তর
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]