4285

09/28/2024 বইমেলার সময়সূচি পরিবর্তন

বইমেলার সময়সূচি পরিবর্তন

রাজটাইমস ডেস্ক

৩১ মার্চ ২০২১ ২৩:২৩

দেশে মহামারী কোভিড-১৯ এর প্রকোপে বেড়ে যাওয়ায় একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা মেলা চলবে।

বুধবার (৩১ মার্চ) বাংলা একাডেমি এ সিদ্ধান্ত জানিয়েছে এবং আজ থেকেই তা কার্যকর হবে।

একাডেমির জনসংযোগ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে “অমর একুশে গ্রন্থমেলা ২০২১”-এর সময়সূচিতে আজ ৩১ মার্চ ২০২১ থেকে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বেলা ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।’

এর আগে বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকত। শুক্রবার ও ছুটির দিনে মেলা চলছে বেলা ১১টা থেকে। তবে পরিবর্তিত সিদ্ধান্তে ছুটির দিনের বিষয়ে কিছু বলা হয়নি।

মহামারী প্রকোপে এবার একুশের বইমেলা পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয়, যা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত রয়েছে।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]