03/15/2025 করোনায় আক্রান্ত মাহমুদুর রহমান মান্না
রাজটাইমস ডেস্ক
২ এপ্রিল ২০২১ ০০:০৭
বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে আক্রান্ত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। মান্না নিজেই এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
মান্না জানিয়েছেন, বুধবার করোনা টেস্ট করিয়েছি। আজ সকালে রেজাল্ট পজিটিভ আসে। শরীর ভালো আছে, বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি। দেশবাসীর কাছে দোয়া চাই।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে প্রথম একজনের মৃত্যু হয়।