4326

10/14/2025 স্বাস্থ্য সচিব আবদুল মান্নান করোনায় আক্রান্ত

স্বাস্থ্য সচিব আবদুল মান্নান করোনায় আক্রান্ত

রাজটাইমস ডেস্ক

৩ এপ্রিল ২০২১ ০১:৩৮

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
 
শুক্রবার সচিবের পিএস মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এ তথ্য জানান।
 
তিনি বলেন, কয়েকদিন আগে সচিব মহোদয়ের করোনা পজিটিভ আসে। শারীরিক চেকাপের জন্য শুক্রবার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়েছেন।
 
রাশেদ হোসেন বলেন, ‘আমি নিজেও করোনা আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে থেকে আজ বাসায় ফিরলাম। আমার পরিবারের আরো ২-৩ জন আক্রান্ত হয়েছে।’
 
উল্লেখ্য, গত ১৪ জুন করোনা আক্রান্ত হয়ে আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
 
 
 
সূত্র : ইউএনবি
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]