4332

03/29/2024 হোয়াইটওয়াশের পর র‍্যাংকিংয়ে ২ ধাপ পেছালো বাংলাদেশ

হোয়াইটওয়াশের পর র‍্যাংকিংয়ে ২ ধাপ পেছালো বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

৩ এপ্রিল ২০২১ ০৩:৫০

নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর র‍্যাংকিংয়ে দুই ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের। 
 
৩ রেটিং পয়েন্ট হারিয়ে টাইগারদের অবস্থান এখন দশমে।
 
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের হালনাগাদ তালিকা বলছে, কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারার পর বাংলাদেশের রেটিং পয়েন্ট হয়েছে ২২৬, যা সিরিজ শুরুর আগে যা ছিল ২২৯। ফলে ২২৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলেছে শ্রীলংকা।
 
এর আগে জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশকে টপকে যায় আফগানিস্তান। বাংলাদেশকে আটে ঠেলে সপ্তম স্থান দখল করে আসগর আফগানের দল। 
 
অষ্টমে থেকেই নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ। অর্থাৎ কিউইদের কাছে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে আরও দুই ধাপ নেমে দশমে গিয়ে ঠেকল বাংলাদেশ।  
 
র‌্যাংকিং বলছে, আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩০ এবং ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার ২২৮।
 
২৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। মাত্র ২ পয়েন্ট কম নিয়ে ভারত দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ডের কাছে হারের পর ২৬৭ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয়তে এবং ২৬০ পয়েন্ট নিয়ে পাকিস্তান চতুর্থ স্থানে অবস্থান করছে।
 
অস্ট্রেলিয়ার পর বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ২৫৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নিউজিল্যান্ড। ২৫১ রেটিং নিয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান ষষ্ঠ স্থানে।  ১৯০ ও ১৮৯ পয়েন্ট নিয়ে একাদশ ও দ্বাদশ স্থানে যথাক্রমে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে।
 
 
 
 
 
 
সূত্র: যুগান্তর
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]