03/14/2025 নগরীতে চলছে বাঁধ প্রতিরক্ষা কাজ
রাজটাইমস ডেস্ক
১০ আগস্ট ২০২০ ২২:১০
রাজশাহী মহানগরীতে চলছে শহর রক্ষা বাঁধ মেরামতের কাজ।
রোববার (৯ আগস্ট) নগরীর শ্রীরামপুরে পুলিশ লাইন এলাকায় এই মেরামতের কাজ শুরু হয়। বাঁধ রক্ষার্থে পদ্মা নদীতে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ।
তবে অস্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এই কাজ করা হচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বোর্ড সূত্রে জানা যায়, পুলিশ লাইনের সামনের শহর রক্ষা বাঁধের নিচ থেকে ব্লক সরে গেছে। ব্লক সরে যাওয়ার ফলে বাঁধের কিছুটা অংশ দেবে গেছে। এইজন্য জরুরি হিসেবে দুইটি প্যাকেজের আওতায় জরুরিভিত্তিতে ৪ হাজার ২০৬ টি জিও ব্যাগ ফেলা হচ্ছে।
বাঁধের নিচের অংশ মজবুত করার উপরে মজবুত করা হবে বলে জানান বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আসিফ আহমেদ। তিনি জানান, বাঁধের নিচ থেকে ব্লক সরে গেছে। বাঁধের নিচে মজবুত করার জন্য বাঁধ থেকে সোজাসুজি ২২ মিটার দূরে পদ্মা নদীতে ফেলা হচ্ছে জিও ব্যাগ।
এসএইচ