4354

03/15/2025 হুইপ হিসেবে রূমিন ফারহানাকে বিএনপির মনোনয়ন

হুইপ হিসেবে রূমিন ফারহানাকে বিএনপির মনোনয়ন

রাজটাইমস ডেস্ক

৪ এপ্রিল ২০২১ ০৩:২৬

জাতীয় সংসদের স্পিকারের কাছে বিএনপির দলীয় সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদে বিএনপি দলীয় হুইপ হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দেয়ার জন্য আবেদন দিয়েছেন। শনিবার বিএনপির মিডিয়া উইংয়ের শায়রুল কবীর এ তথ্যটি জানান।
 
 
তিনি জানান, জাতীয় সংসদ অধিবেশন শুরু হবার আগে এই আবেদন স্পিকারকে দেয়া হয়। স্পিকারের কাছে তিন সংসদ সদস্য একত্রে ব্যারিস্টার রুমিন ফারহানা নামের প্রস্তাব জমা দিয়েছেন। তারা হলেন হারুনুর রশীদ, আমিনুল ইসলাম ও ব্যারিস্টার রুমিন ফারহানা।
 
 
 
 
 
 
 
সূত্র: নয়া দিগন্ত
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]