04/11/2025 পদ্মার বালুচর থেকে কঙ্কাল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৫ এপ্রিল ২০২১ ০৬:০৭
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পার্শ্ববর্তী পদ্মা নদীর বালুচর এলাকা থেকে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। তবে নাম-পরিচয় পাওয়া যায়নি কঙ্কালটির।
পুলিশ জানান, বালুচরে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন । রোববার বেলা সাড়ে ১১টার দিকে এসআই সোহেলের নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি জানান, কঙ্কালটির কোমরে গামছা আর পরনে হাফপ্যান্ট ছিল। কঙ্কালটির পাশে দড়িও উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে ভারত থেকে ভেসে আসতে পারে লাশটি।