4383

09/28/2024 পুরান ঢাকায় লকডাউন বিরোধী বিক্ষোভ

পুরান ঢাকায় লকডাউন বিরোধী বিক্ষোভ

রাজটাইমস ডেস্ক

৫ এপ্রিল ২০২১ ২০:৫০

রাজধানীর পুরান ঢাকায় ইসলামপুরে দ্বিতীয় দফায় চলমান লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

৭ দিন ব্যাপী লকডাউনের প্রথম দিন সোমবার (০৫ এপ্রিল) সকাল থেকেই ইসলামপুর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

এই সময় বিক্ষোভকারীদের মুখে ছিল ‘লকডাউন মানি না, মানবো না’।

ব্যবসায়ীরা বলেন, করোনার মধ্যে দেশে সব কিছুই স্বাভাবিকভাবে চলছে। বইমেলা চলছে, সিনেমা হল খোলা রাখা হয়েছে। বেসরকারি অফিস চলছে। সব চললে দোকানপাট কেন বন্ধ থাকবে।

বিক্ষুব্ধদের দাবি, স্বাস্থ্যবিধি মেনে সরকার যেন দোকান খোলা রাখার অনুমতি দেয়। তা না হলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে তাদের।

বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন ব্যবসায়ীরা। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছেন। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]