04/09/2025 ফরিদুপরের সালথায় সংঘর্ষের ঘটনায় নিহত একজন
রাজটাইমস ডেস্ক
৬ এপ্রিল ২০২১ ২২:০১
লকডাউন কার্যকরকে কেন্দ্র করে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে।
নিহতের নাম জুবায়ের (২২)। তিনি রামকান্তপুর ইউনিয়নের মৃত আশরাফ আলীর ছেলে।
মঙ্গলবার (০৬ এপ্রিল) ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেন।
গতকাল সোমবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুরের সালথা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় থানা, উপজেলা পরিষদ এবং এসিল্যান্ডের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ বলছে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে স্থানীয়দের ‘ভুল বোঝাবুঝি’ থেকে এ ঘটনা ঘটেছে।