04/18/2025 করোনায় বিভাগে আরো দুইজনের মৃত্যু
রাজটাইমস ডেস্ক
৬ এপ্রিল ২০২১ ২৩:১১
বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে রাজশাহী বিভাগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (০৫ এপ্রিল) বিভাগের নওগাঁ ও বগুড়ায় একজন করে এ দুইজনের মৃত্যু হয়।
মঙ্গলবার (০৫ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে জানানো হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪১৬ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৬৫ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।
পাশাপাশি, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৭ জন, নাটোরে ১৪জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগে নতুন ১৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪০ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৪৯৬ জন। এদের মধ্যে ২৪ হাজার ৯১১ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১৫৭ জন কোভিড-১৯ রোগী।