4422

03/28/2024 দেখা হলে মুখের উপর জবাব দেবেন, তসলিমার টুইটে ক্ষুব্ধ মইনের বাবা

দেখা হলে মুখের উপর জবাব দেবেন, তসলিমার টুইটে ক্ষুব্ধ মইনের বাবা

রাজটাইমস ডেক্স

৭ এপ্রিল ২০২১ ১৫:০১

মঙ্গলবার এক বিতর্কিত টুইটে তসলিমা নাসরিন ইংরেজ ক্রিকেটারের উদ্দেশে লেখেন, ‘ক্রিকেটার না হলে মইন আলি সিরিয়ায় গিয়ে ISIS-এ যোগ দিতেন।’ তসলিমার এহেন টুইটে তোলপাড় হয় নেটদুনিয়া। মইনের সমর্থনে এগিয়ে এসে তসলিমার প্রতি নিন্দায় সরব হন তার সতীর্থ জোফ্রা আর্চার, স্যাম বিলিংসরা। সব দেখেশুনে পরে আরেকটি টুইটে তসলিমা তার বিতর্কিত টুইটকে ‘সারকাজম’ আখ্যা দেন অর্থাৎ, সাহিত্যিকের কথায় তিনি মজার ছলে এমন মন্তব্য করেছেন।

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান এক্সপ্রেসকে মইনের পিতা মুনির আলি জানান, ‘ছেলের বিরুদ্ধে তসলিমা নাসরিনের করা এমন জঘন্য মন্তব্যে আমি হতবাক একইসঙ্গে ব্যথিত। তার মন্তব্যের সমর্থনে উনি যে টুইট করেছেন সেখানে তিনি লিখেছেন তার ওই মন্তব্য নিছক মজা ছিল। তিনি বলেছেন, তিনি মৌলবাদের বিরুদ্ধে। আমার মনে হয় আয়নার সামনে দাঁড়ালে উনি বুঝবেন কী লিখেছেন আর মৌলবাদই বা কাকে বলে। তার এই মন্তব্য সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধ। কোনো মানুষের আত্মসম্মান এবং অন্যের প্রতি সম্মান না থাকলে সে এত নীচে নামতে পারে।’


মুনির আলি আরো বলেন, ‘সত্যি বলতে আমি ভীষণ ক্ষুব্ধ। তবে রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে লোকজন আমাকেও ছেড়ে কথা বলবে না জানি। তবে কোনো দিন ওনার সঙ্গে দেখা হলে আমি ওনাকে মুখের উপর এর জবাব দেব। আপাতত ওনাকে বলব অভিধানে সারকাজমের অর্থ খুঁজতে।’

মইনের বাবা আরো বলেন, ‘কাউকে না জেনে তাকে নিয়ে এমন মন্তব্য করা আবার পরে সেটাকে মজা বলে উড়িয়ে দেয়া যায় না। উনি যেমনটা ভাবছেন তেমনটা নয় এটা। আমি ভাবতে পারছি না উনি আমার ছেলেকেই বেছে নিয়েছেন। ক্রিকেট বিশ্বে সকলে জানে মইন কেমন মানুষ।’

সম্প্রতি তার জার্সি থেকে বিয়ার প্রস্তুতকারক সংস্থার লোগো সরানোর জন্য চেন্নাই সুপার কিংসের কাছে আবেদন করেছিলেন মইন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তসলিমার এদিনের টুইট প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় শুরু হয়। মইনের জাতীয় দলের সতীর্থ স্যাম বিলিংস অনুরাগীদের কাছে টুইট করে অনুরোধ করেন তসলিমার অ্যাকাউন্টটি রিপোর্ট করতে।

মইনের সমর্থনে এগিয়ে এসে ইংরেজ ফাস্ট বোলার জোফ্রা আর্চার তসলিমাকে টুইটে লেখেন, ‘আপনি কী ঠিক আছেন? আমার কিন্তু মনে হচ্ছে না।’ তার টুইটের প্রতিক্রিয়ায় ইংরেজ ক্রিকেটাররা গর্জে ওঠায় পরে আবার একটি টুইটে তসলিমা দাবি করেন, তিনি নাকি মজা করেই কথাটা বলেছিলেন।

যদিও তসলিমার সেই টুইট মন গলাতে পারেনি কারো। তসলিমার পালটা টুইটের সমালোচনা করে আর্চার আবার লেখেন, ‘মজা? কিন্তু বিশ্বাস করুন আপনার মজায় কেউ হাসেনি, আপনি নিজেও না। আপনার যেটা করার সেটা করুন, টুইটটা মুছে ফেলুন।’
সূত্র : কলকাতা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]