446

03/14/2025 করোনায় প্রাণ গেল আরো এক পুলিশ সদস্যের

করোনায় প্রাণ গেল আরো এক পুলিশ সদস্যের

রাজটাইমস ডেস্ক

১১ আগস্ট ২০২০ ১৯:০০

বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশে মৃত্যুবরন করেছে আইন-শৃংখলা বাহিনীর আরও এক সদস্য।

নিহত মো. দলিল উদ্দিন বিশ্বাস (৫৮) বাংলাদেশ পুলিশের সদস্য, ঝিনাইদহ পুলিশলাইনসে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১১ আগস্ট) পুলিশ সদর দফতরের থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেরিত বিবৃতিতে জানানো হয়, গত ২৫ জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন করোনা আক্রান্ত এএসআই দলিল। তাকে আইসিউতে রেখে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফসাপোর্টে রাখা হয়। সোমবার (১০ আগস্ট) রাতে প্রাণ হারান তিনি।

নিহত দলিল উদ্দিনের গ্রামের বাড়ি যশোরের নওদা গ্রামে। পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, দলিলের মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত মহামারীতে দেশ ও জনগণের কল্যাণে পুলিশের ৬৬ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]