4474

09/28/2024 আবারো ৭ হাজারের বেশি শনাক্ত, মৃত্যু ৬৩

আবারো ৭ হাজারের বেশি শনাক্ত, মৃত্যু ৬৩

রাজটাইমস ডেস্ক

১০ এপ্রিল ২০২১ ০১:২৬

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৬৩ জন। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৭ হাজার ৪৬২ জনের শরীরে।
 
 
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫৮৪ জনে।। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে।
 
করোনাভাইরাস নিয়ে শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৩ হাজার ৫১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।
 
এর আগে বুধবার দেশে আরো ৭ হাজার ৬২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়, যা এ পর্যন্ত শনাক্তের সর্বোচ্চ সংখ্যা। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৬৩ জন।
 
পরদিন বৃহস্পতিবার দেশে আরো ৬ হাজার ৮৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৭৪ জন, যা এ পর্যন্ত মৃতের সর্বোচ্চ সংখ্যা।
 
 
 
 
 
 
সূত্র: নয়া দিগন্ত
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]