4478

03/15/2025 রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আর নেই

রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আর নেই

রাজটাইমস ডেস্ক

১০ এপ্রিল ২০২১ ০২:১৯

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আর নেই। ‘ডিউক অব এডিনবার্গ’ খেতাবধারী এই যুবরাজ ৯৯ বছরে মারা যান বলে ঘোষণা দিয়েছে বাকিংহাম প্যালেস।
 
শুক্রবার বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের সাথে জানানো হচ্ছে যে, রানি তার স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যু ঘোষণা করেছেন।’
 
‘শুক্রবার সকালে তিনি রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
 
প্রিন্স ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। এর পাঁচ বছর পর এলিজাবেথ রানি হন এবং ব্রিটেনের ইতিহাসে দীর্ঘ সময় তার পদে আছেন।
 
এ দম্পতির চার সন্তান, আট নাতি-নাতনি ও ১০ প্রপৌত্র রয়েছে।
 
দীর্ঘ সময় চিকিৎসা নেয়ার পর ‘ডিউক অফ এডিনবার্গ’ গত মার্চে হাসপাতাল ত্যাগ করেছিলেন।
 
প্রিন্স ফিলিপ ১৯২১ সালের ১০ জুন গ্রিক আইসল্যান্ড কোরফুতে জন্মগ্রহণ করেছিলেন।
 
 
 
 
সূত্র : বিবিসি
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]