448

03/14/2025 বাগামারায় ছাত্রলীগের মানববন্ধন

বাগামারায় ছাত্রলীগের মানববন্ধন

রাজটাইমস ডেস্ক

১১ আগস্ট ২০২০ ২০:২২

রাজশাহীর বাগমারা উপজেলায় ভবানীগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক (২৬) ও তার বাবা ছলিম উদ্দীন সরদারকে মিথ্যা মামলায় হয়রানী এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবীতে মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১০ টার দিকে ভবানীগঞ্জ জিরো পয়েন্ট এলাকায় তারা এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইসমাইল হোসেন সান্টু, ছাত্রলীগ নেতা জেবাল আহম্মেদ, মেহেদী হাসান, সারোয়ার ইসলাম রাকিব, নাহিদুল ইসলাম নাহিদ, তিতাস আহম্মেদ, নাইমুর রহমান, মোস্তফা কামাল, নাজমুল ইসলাম, মোহন আহম্মেদ, আল আমিন, মীম হোসেন, আকাশুল ইসলাম আকাশ প্রমুখ।

এ সময় বক্তারা দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের দ্রুত মুক্তি দাবি করেন।

প্রসঙ্গত, নারী অপহরণ মামলায় গত ৭ আগস্ট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ও তার পিতাকে গ্রেফতার করে মোহনপুর থানা পুলিশ।

এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]