03/14/2025 যথাযোগ্য মর্যাদায় সমাহিত মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন
রাজটাইমস ডেস্ক
১১ আগস্ট ২০২০ ২২:২৪
যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনের মাধ্যমে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীনের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯ টায় উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের বটতলি এলাকার কুছড়া গ্রামের তাকে সমাহিত করা হয়।
গোদাগাড়ী মডেল থানার পুলিশের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী,গোদাগাড়ী মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস প্রমুখ।
স্থানীয় হাজার হাজার জনগণ উপস্থিতিতে জানাযার নামাজ আদায় করা হয়।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ২ দিকে চিকিৎসারত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ মুক্তিযোদ্ধা।
মৃত্যুকালে তিনি স্ত্রী,১ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শোকসন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাঁর পরিবারের সদস্যদের হাতে ৪ হাজার টাকা তুলে দেয়া হয়।
এসএইচ