45

05/20/2024 আশরাফুল হকের ছুটি মঞ্জুর

আশরাফুল হকের ছুটি মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

৭ জুন ২০২০ ০০:১১


রাজশাহী সিটি করর্পোরেশনের বিতর্কিত প্রধান প্রকৌশলী আশরাফুল হকের ছুটি মঞ্জুর করেছেন রাসিকে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গত বৃহস্পতিবার থেকে ২১ দিনের এ ছুটি কার্যকর হয় এবং তাঁর স্থলে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করবেন তত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাসার।
সরকার সাম্প্রতিক সময়ে রাসিকের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে। সিটি করর্পোরেশন শিগগিরই সেসব প্রকল্পের কাজ শুরু করতে চায়। আর প্রকল্পটির মেয়াদকাল তিন বছর। এদিকে ছুটিতে যাওয়া প্রধান প্রকৌশলী আশরাফুল হকের চাকরির মেয়াদ আছে আর সাত মাস। এর মধ্যেই তিনি এই উন্নয়ন প্রকল্পের পরিচালক হতে আগ্রহ প্রকাশ করে চাকরির মেয়াদ বাড়াতে
তদবির শুরু করেন। পাশাপাশি কয়েকজন কাউন্সিলরকে নিজের পক্ষে নিতে তাদের মাঝে বন্টন করে বলে ক্ষুব্ধ কাউন্সিলরা মেয়রের কাছে কছেন লিখিত অভিযোগ আনেন। এর আগে প্রকৌশলী আশরাফুল হকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর পোষ্টার ছিড়ে ফেলাসহ নানাা ধরণের অভিযোগ উঠে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]