4505

03/15/2025 খালেদা জিয়ার করোনা পজিটিভ : স্বাস্থ্য অধিদফতর

খালেদা জিয়ার করোনা পজিটিভ : স্বাস্থ্য অধিদফতর

রাজটাইমস ডেক্স

১১ এপ্রিল ২০২১ ২০:৫৫

স্বাস্থ্য অধিদফতরের এক রিপোর্টে দেখা গেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পজিটিভ। যা সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয়েছে। যদিও এ বিষয়ে বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। গতকাল সন্ধ্যা পর্যন্ত দলীয় একটি সূত্র জানায়, তার করোনা পরীক্ষা করানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা: মামুনের উদ্ধৃতি দিয়ে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, আমি যতটুকু জানি বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। তার করোনা টেস্ট করানো হয়নি। বিষয়টি তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মামুন আমাকে জানিয়েছেন।

উল্লেখ্য, রোববার দুপুরে বিভিন্ন গণমাধ্যমে ‘খালেদা জিয়ার করোনা পজিটিভ’ এই শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]