4523

03/15/2025 হেফাজত নেতা আজিজুল হকের সাত দিনের রিমান্ড

হেফাজত নেতা আজিজুল হকের সাত দিনের রিমান্ড

রাজটাইমস ডেস্ক

১৩ এপ্রিল ২০২১ ০১:১৭

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। খবর নয়া দিগন্তের।
 
দু’হাজার তের সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে অবৈধ সমাবেশ, হত্যাচেষ্টা, পুলিশের কাজে বাধা, ও বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়।
 
পল্টন থানার নিবন্ধন কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, এ মামলায় গতকাল রোববার আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
 
সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক কামরুল ইসলাম তালুকদার ১০দিনের রিমান্ড চান। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
 
 
 
 
 
এসকে
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com