03/12/2025 বিশ্বে ১৩ কোটি ৭২ লাখ ৪৯ হাজার ১৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত
রাজটাইমস ডেক্স
১৩ এপ্রিল ২০২১ ১৫:৫৫
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ কোটি ৭২ লাখ ৪৯ হাজার ১৬৭ জন এবং মারা গেছে ২৯ লাখ ৫৮ হাজার ২৪০ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১১ কোটি চার লাখ ২৭ হাজার ৪০৬ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৩৮ লাখ ৬৩ হাজার ৫২১ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১৯ লাখ ৮৯ হাজার ৯৬৩ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।