03/16/2025 নগর জামায়াতের শোক
নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল ২০২১ ০১:০৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমাদ আর নেই। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী মহানগরী জামায়াতের আমীর মাওলানা ড.কেরামত আলী,সেক্রেটারী ইমাজ ইদ্দীন মন্ডল, নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দীক হোসেন, এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমসহ সূরা ও কর্মপরিষদ নেতৃবৃন্দ।
শোক বার্তায় মহানগরী জামায়াতের আমীর বলেন, জামায়াতের সাবেক আমীরের মৃত্যুতে দেশ একজন বরেণ্য রাজনীতিবিদ হারালো। ইসলামী আন্দোলন হারালো একজন মেধাবি ইসলামী স্কলারকে। মকবুল আহমাদ ছিলেন একজন নিবেদিত ইসলামী আন্দোলনের কর্মী। এই আন্দোলনে তিনি দীর্ঘপথ পাড়ি দিয়েছেন। দেশের রাজনৈতিক কঠিন পরিস্থিতিতে তিনি দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তায়ালা তাঁর সকল ভালো কাজগুলো কবুল করুন, জান্নাতের একজন মেহমান হিসেবে কবুল করুন।
সাবেক এই আমীরের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান রাজশাহী জামায়াতের নেতৃনৃন্দ।