4545

09/28/2024 বাঘায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬

বাঘায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬

বাঘা প্রতিনিধি

১৪ এপ্রিল ২০২১ ০৪:০৯

রাজশাহীর বাঘায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার গড়গড়ি ইউনিয়ন পরিষদের পলাশী ফতেপুর এলাকায় এ  ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানান, সোমবার (১২ এপ্রিল) ফতেপুর এলাকার আবেদ আলীর স্ত্রী আশুরা বেগম (৫০) বাড়িতে ব্যবহারের জন্য প্রতিবেশি খোরশেদ আলীর জমি থেকে মাটি কাটতে যায়। এনিয়ে দুই পরিবারের নারীদের মাঝে  বাকবিতন্ডা হয়। পরে বিষয়টি নিয়ে এক পরিবারের পুরুষ আরেক পরিবারকে হুমকি দেয়। এর জের  ধরে ১২  এপ্রিল (সোমবার) সন্ধ্যার পর আবেদ আলীর লোকজন খানপুর বাজারের পাশে খোরশেদকে মারধর করে। মারধরের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় খোরসেদ আলীর লোকজন রড, হাতুড়ি, হাসুয়া ও লাঠিসোটা নিয়ে আবেদ আলীর বাড়িতে হামলা করে। এ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ বাধে। হামলায় গুরুতর আহত হয়েছেন- আবেদ আলী (৫৫) সহ তার স্ত্রী আশুরা বেগম (৫০), মেয়ে নার্গিস খাতুন ও তার ভাইয়ের ছেলে সেন্টু আলী। অপরদিকে খোরশেদ পক্ষের লিপি খাতুন (৩০) ও জবেদা খাতুন  আহত হন।
 
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে  নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সোলায়মান হোসেন জানান, আহতদের সকলকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।  তাদের মধ্যে আবেদ আলী ও সেন্টু আলীর আঘাত গুরুতর।
 
বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বারী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 
 
 
 
 
 
 
 
এসকে

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]