03/13/2025 পাঁচ স্বাস্থ্য কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
রাজটাইমস ডেস্ক
১২ আগস্ট ২০২০ ১৭:১৮
স্বাস্থ্য খাতের নানান অভিযোগে তলবকৃত স্বাস্থ্য অধিদফতরের বিদায়ী মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
বাকি যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. মো. আমিনুল হাসান, উপপরিচালক মো. ইউনুস আলী, ডা. মো. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।
প্রসঙ্গত, সরকারি মেডিকেল ও কলেজ হাসপাতালের জন্য পিপিই, মাস্ক ও মেডিকেল সামগ্রী ক্রয়ে দুর্নীতি এবং প্রতারক সাহেদের রিজেন্ট হাসপাতালের অনুমোদনসহ অনিয়মের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত ৬ আগস্ট আজাদসহ পাঁচ কর্মকর্তাকে তলব করে দুদক।
এসএইচ