4576

09/28/2024 নতুন বিতর্কে কাদের মির্জা

নতুন বিতর্কে কাদের মির্জা

রাজটাইমস ডেস্ক

১৫ এপ্রিল ২০২১ ২২:১২

নতুন করে আবারো আলোচনায় নোয়াখালীর কাদের মির্জা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টা ৩৫ মিনিটে আবদুল কাদের মির্জা তার নিজের ফেসবুকে ওই পোস্ট দেন।

সাথে সাথেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং অনেকে বিভিন্ন মন্তব্য ও প্রতিক্রিয়া করতে থাকেন। তবে ১২টা ৫৫ মিনিট থেকে কাদের মির্জার ওয়ালে আর ওই পোস্টটি দেখা যাচ্ছে না।

পোস্টে কাদের মির্জা লেখেন, ‘শুক্রবার জুমা নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদ বোমা মেরে উড়িয়ে দিলে দেশে দুর্নীতিবাজের সংখ্যা কমে যাবে।’

কাদের মির্জার ঘনিষ্ট এক নেতা জানান, বিরূপ প্রতিক্রিয়া দেখে হয়ত তিনি পোস্টটি মুছে দিয়েছেন।

আবার কেউ কেউ বলছেন, কাদের মির্জা ফেবসুক আইডি হ্যাকড হয়েছে।

এদিকে কাদের মির্জার এ পোস্টের স্ক্রিনশট নিয়ে তার তীব্র সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন অনেকে। কেউ কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে বিরূপ মন্তব্যও করছেন।

কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল লিখেছেন, ‘কাদের মির্জা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।’

কাদের মির্জার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত লিখেছেন, ‘বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আবেগের জায়গা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিলেন আ কা মির্জা (আবদুল কাদের মির্জা)। ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে দ্রুত আবদুল কাদের মির্জাকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি।’

হাসান ইমাম নামে একজন লিখেছেন, ‘এবার তিনি বলবেন আমার আইডি হ্যাক হয়েছে। এসব কী দেখছি।’

তবে আইডি হ্যাকড বলেও দাবি করেন অনেকে৷ সাগর ভুইয়া নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘প্রিয় নেতা আবদুল কাদের মির্জা ভাইয়ের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। কেউ বিভ্রান্ত হবেন না।

এখন পর্যন্ত এ বিষয়ে কাদের মির্জার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]