4636

04/15/2025 করোনায় বিভাগে প্রাণ গেল আরো ৪ জনের

করোনায় বিভাগে প্রাণ গেল আরো ৪ জনের

রাজটাইমস ডেস্ক

২০ এপ্রিল ২০২১ ০১:৪২

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে রাজশাহী বিভাগে করোনাভাইরাসে একদিনে চারজনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ এপ্রিল) বিভাগের বগুড়ায় তাঁদের মৃত্যু হয়।

এ দিন নমুনা পরীক্ষায় বিভাগে নতুন ১৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

সোমবার (১৯ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৪০ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৭৬ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ জন মারা গেছেন রাজশাহীতে।

পাশাপাশি, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ৩২ জন, নাটোরে ১৫ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২০জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগের ১৪১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

সর্বশেষ তথ্যমতে, বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ১৬ জন। এদের মধ্যে ২৫ হাজার ৮৬৫ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪০৩ জন কোভিড-১৯ রোগী।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]