465

04/04/2025 মোহনপুরে পুড়ে ছাই সাড়ে ৪ লাখ টাকা 

মোহনপুরে পুড়ে ছাই সাড়ে ৪ লাখ টাকা 

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২০ ০৩:০৩

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিফলা গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সাড়ে ৪ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এসময় পাঁচটি ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়।ইয়াছিন আলী মন্ডলের ছেলে শহিদুল ইসলাম এর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

নওহাটা ফায়ার সার্ভিসেস স্টেশনের ইনচার্জ রেজাউল করিম বলেন, ‘বিদ্যুতের শর্ট সার্কিটের কারণেই ওই বাড়ি আগুনে পুড়ে গেছে। আমাদের পৌছার আগেই টাকাসহ অনেক আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় নগদ টাকাসহ সাড়ে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]