4664

03/15/2025 ৫৩ জন নাবিককে নিয়ে ইন্দোনেশিয়ায় সাবমেরিন নিখোঁজ

৫৩ জন নাবিককে নিয়ে ইন্দোনেশিয়ায় সাবমেরিন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

২২ এপ্রিল ২০২১ ০২:১৯

৫৩ জন নাবিকসহ নিখোঁজ হয়েছে ইন্দোনেশিয়ার একটি সাবমেরিন। কেআরআই নাঙ্গালা-৪০২ নামের সাবমেরিনটি নিখোঁজের পরপরই দেশটির নৌবাহিনী সাবমেরিনটির খোঁজে নেমেছে।

দেশটির বালি দ্বীপের দক্ষিণে একটি সামরিক অনুশীলনে অংশ নিয়েছিল সাবমেরিনটি।পরবর্তীতে এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দেশটির সেনাবাহিনীর প্রধান জানিয়েছেন, সাবমেরিনটির খোঁজে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

এদিকে সাবমেরিনটির খুঁজে পেতে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে সিঙ্গাপুর ও অস্টোলিয়াকে সাহায্যের জন্য অনুরোধ করা হয়েছে। তবে দুই দেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

বিবিসি জানিয়েছে বুধবার সকালে বালি উপকূল থেকে ৬০ মাইল (৯৬ কিলোমিটার) দূরে জার্মান তৈরি সাবমেরিনটি নিখোঁজ হয়।

বার্তা সংস্থা এএফপিকে দেশটির ফাস্ট এডমিরাল জুলিয়াস উইদজোনো বলেছেন, সাবমেরিনটির খোঁজ চালাচ্ছে নৌবাহিনী।আমরা জানি ওই এলাকাটি অনেক গভীর।

হারিয়ে যাওয়া এই সাবমেরিনটি ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি। এটি ১৯৭০ দশকের শেষ দিকে তৈরি করা হয়েছিল।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]