4676

03/12/2025 আমেরিকাকে হার মানালো ভারত, এক দিনে আক্রান্তে বিশ্বরেকর্ড

আমেরিকাকে হার মানালো ভারত, এক দিনে আক্রান্তে বিশ্বরেকর্ড

রাজটাইমস ডেক্স

২২ এপ্রিল ২০২১ ১৭:৪৬

করোনায় এক দিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল আমেরিকায় ৩ লাখ ৭ হাজার ৫৫১ জন। এই রেকর্ড পার করলো ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের।

এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনকে শেষ অস্ত্র বলে ঘোষণা করেছেন, কিন্তু দেশের বহু শহরে লকডাউন অথবা করোনা কারফিউ চালু হয়ে গেছে। সব কিছু মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশেষজ্ঞরা এই অবস্থা আগামী তিন সপ্তাহ চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্য বৃদ্ধিতে সরকারের নজর এখন টিকার দিকে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বলেন যে, আগামি ১৫ দিনের ডোজ বিভিন্ন জেলায় পাঠিয়ে দেয়া হয়েছে। ১৮ বছরের বেশি বয়সীরা রাজ্যস্বাস্থ্য কেন্দ্র এবং বেসরাকারি হাসপাতাল থেকে টিকা পাবে।

দেশটির আইসিএমআর প্রধান বলরাম ভার্গবের কথায়, ভ্যাকসিন দুটি মারাত্মক রোগ এবং মৃত্যু প্রতিরোধ করে। এই ভ্যাকসিনগুলো সংক্রমণ হ্রাস করবে। ভ্যাকসিন নেয়ার পর আক্রান্ত হচ্ছে এমন সংখ্যা কম।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]