470

05/21/2024 রেস্তোরায় ঋণ দিতে আনাগ্রহ ব্যাংকিং খাতের

রেস্তোরায় ঋণ দিতে আনাগ্রহ ব্যাংকিং খাতের

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট ২০২০ ০৪:২৮

প্রধানমন্ত্রীর ঘোষণাকৃত প্রণোদনার ঋণ পাইনি রেস্তোঁরা ব্যবসায়ীরা। সরকার ঘোষিত প্রণোদনা হিসেবে রাজশাহীর কোন ব্যাংক সাহায্যে এগিয়ে আসেনি। তাদের কাছে ঋণের জন্য আবেদন করলে সারা পাওয়া যাচ্ছেনা। ব্যাংকগুলো রে¯েঁÍারা সেক্টরে ঋণ দিতে আগ্রহ দেখাচ্ছে না।
অন্যদিকে, করোনার কারণে দীর্ঘদিন রেস্তোঁরা বন্ধ থাকায় আর্থিক সঙ্কটে পড়েছেন রেস্তোঁরা ব্যবসায়ীরা। তার পরেও আবার মাসে মাসে রেস্তোঁরার ভাড়াগুনতে গিয়ে বেকায়দায় পড়েছেন তারা। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসিক সভায় এমন অভিযোগ করেন রেস্তোঁরা ব্যবসায়ীরা।
এসময় রেস্তোঁরা ব্যবসায়ীরা হোম কিচেনের বিষয়ে বলতে গিয়ে জানান, হোম কিচেনের কারণে রেস্তোঁরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশা-পাশি তাদের (হোম কিচেন) নেই ট্রেড লাইসেন্স। তাই দিতে হয় না ভ্যাট-ট্যাক্স। এতে সরকার হারাচ্ছে রাজস্ব। অন্যদিকে হোম কিচেনের নামে তারা ভাড়াটিয়া বাবুরচি দিয়ে রান্না করাচ্ছেন। তাই সমিতির পক্ষ থেকে এবিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্ট আকর্ষণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, সহসাধারণ সম্পাদক এসএম সিহাব উদ্দিন, অর্থ সম্পাদক শেখ আশিকুর রহমান, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম পান্না, মহিলা বিষয়ক সম্পাদক নাবিলা নওরিন, সদস্য তুষার আবদুল্লাহ, ইমতিয়াজ জামিল দিপন, জান্নাতুল ফৌরদস মিতু, মো. সাদ ইসলাম প্রমুখ।

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]